৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম সরকার উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে মিলে ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় জাতীয় পার্টির রওশন এরশাদপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।এর আগে, আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির রমনা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ।অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী সিরাজুল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ূম হোসাইন নয়ন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গত ১৭...