শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের কুঠারাঘাতে গুরুতর আহত হয়েছেন ওমেছা বেওয়া (৮০)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধানশাইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওমেছা বেওয়া ওই গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক জমি নিয়ে বিরোধের এক পর্যায়ে ছেলে খোরশেদ আলম (৫৫) ধারালো কুঠার দিয়ে তার মাকে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে সোমবার রাতেই পুলিশ খোরশেদ আলমকে আটক করে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা...