গাজা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। সোমবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ সমর্থনের কথা জানান। শেহবাজ শরিফ লিখেছেন, “গাজায় যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা পরিকল্পনাকে আমি স্বাগত জানাই। আমি বিশ্বাস করি, ফিলিস্তিনি জনগণ ও ইসরায়েলের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হলে গোটা অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আসবে।” তিনি আরও বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, এই গুরুত্বপূর্ণ ও জরুরি সমঝোতা বাস্তবায়নে প্রেসিডেন্ট ট্রাম্প যেকোনোভাবে সহায়তা করতে সম্পূর্ণ প্রস্তুত।” গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে আরব ও ইসলামি দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প ২১ দফা পরিকল্পনা উপস্থাপন করেছিলেন বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফও সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকও করেন। পরিকল্পনায় তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি...