ইসলামী ব্যাংকিং-এ যুক্ত ব্যাংকগুলোয় শরিয়াহ প্রতিপালন পর্যবেক্ষণ আরও জোরদার করা হচ্ছে। এ সংক্রান্ত তদারকির মূল দায়িত্ব পাচ্ছে শরিয়াহ কমিটি। ব্যাংকগুলোয় শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন বাধ্যতামূলক করে সে কমিটিতে ব্যাপক ক্ষমতাও দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কোথাও নন-কমপ্লায়েন্স শনাক্ত হলে সরাসরি হস্তক্ষেপ করবে কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতিমালা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রবিবার শরিয়াহ সুপারভাইজরি কমিটির গঠন, সদস্য নিয়োগ-অপসারণ ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কিত নীতিমালা প্রকাশ করা হয়। শরিয়াহ-সংক্রান্ত বিষয়ে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে। পরিচালনা পর্ষদ বা ব্যাংক ব্যবস্থাপনা কমিটি ওই সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্য থাকবে। নতুন এই নির্দেশনা ২০২৬ সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে।নতুন নীতিমালা ইসলামী ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও শরিয়াহসম্মত অনুশীলন আরও জোরদার করবে আশা প্রকাশ করে প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালে শরিয়াহ সুপারভাইজরি...