জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “যারা সকাল-বিকাল নিজেদের দলের মনোগ্রাম পরিবর্তন করছেন, তারা নার্ভাসনেসে ভুগছেন। রাজনৈতিক স্বার্থে কখনো ইসলাম ও আল্লাহর নাম ব্যবহার করছেন, আবার বিদেশি প্রভুদের সন্তুষ্ট করতে সেটি সরিয়েও ফেলছেন। ধর্মপ্রাণ মুসলমানদের চাপে পড়ে আবার তা মুছতেও বাধ্য হচ্ছেন। জনগণ এখন এক ধরনের সার্কাস উপভোগ করছে।” সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের সুমনীয়পাড়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “মনোগ্রাম থেকে আল্লাহর নাম ও কুরআনের আয়াতের অংশ বাদ দিয়ে জামায়াত একদিকে আধিপত্যবাদী শক্তিকে খুশি করতে চাইছে, অন্যদিকে ইসলামপ্রিয় জনগণের সঙ্গে প্রতারণা করছে। ধর্মপ্রাণদের কাছে শরিয়াহ আইনের কথা বললেও ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করবে না বলে ভারতের কাছে প্রতিশ্রুতি...