তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন দেশের একদল চিকিৎসক সিলেটে এসেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) ফাউন্ডেশনের সভাপতি শেলিনা বেগমের নেতৃত্বে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে চিকিৎসক দলকে স্বাগত জানান ফাউন্ডেশনের মুখপাত্র ও লন্ডন ওয়েলসের বিবিসি সেলিব্রিটি শেফ আবুল হোসাইন। তিনি বলেন, “দেশের মানুষের জন্য এটি এক অভূতপূর্ব সুযোগ। স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক অংশীদারিত্বের এমন উদ্যোগ খুব কমই দেখা যায়। আমাদের অন্যতম লক্ষ্য হলো অসহায়, গরীব ও এতিমদের উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।” আজ থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন...