বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনের ফাঁকে জেটিও নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের ‘মেহেদি আনফিল্টার্ড’ নামের এক অনুষ্ঠানে আলজাজিরার সাবেক সাংবাদিক মেহেদি রাজা হাসানের মুখোমুখি হয়ে নির্বাচন প্রসঙ্গে নানা প্রশ্নের উত্তর দেন। এসময় মেহেদি হাসান জানতে চান- কেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়নি? এ বছর নেপালেও সরকারের পতন হয়েছে। দেশটির অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন করার অঙ্গীকার করেছে। এক্ষেত্রে বাংলাদেশ কেন ১৮ মাস সময় নিচ্ছে? জবাবে প্রফেসর ইউনূস বলেন, আপনি বলছেন যে জনগণ বলছে এত সময় লাগছে কেন। তবে জনগণ এটাও বলছে যে আপনারা আরও পাঁচ বছর থাকুন। ১০ বছর থাকুন। ৫০ বছর থাকুন। জনগণ এসবও বলছে যে আপনিই থাকুন। সবাই যার যার মতো বলছে। আমরা কারও কথায় কাজ করছি না। আমাদের তিনটি প্রধান কাজ রয়েছে।...