গাইবান্ধার সুন্দরগঞ্জে গত এক মাস যাবৎ গরু-ছাগলের মাঝে অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দিন দিন এর প্রকোপ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। উপজেলার পনেরো ইউনিয়ন ও একটি পৌরসভায় খোঁজ নিয়ে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অর্ধশতাধিক গরু-ছাগল অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা গেছে। সেই সঙ্গে অ্যানথ্রাক্সে আক্রান্ত গরু-ছাগল পরিচর্যা করায় অন্তত ৫-৬ জন পশু মালিক আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তবে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে পশুর মৃত্যুর সংখ্যা কম। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন হতে পার্শ্ববর্তী পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্স রোগের প্রকোপ দেখা দেয়ায় তার প্রভাব এখন সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ঘাঘট ও তিস্তা নদী বেষ্টিত এলাকা বামনডাঙ্গা, সর্বানন্দ, তারাপুর, বেলকা, পৌরসভা এলাকায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে সর্বানন্দ, বামনডাঙ্গা, তারাপুর ও পৌরসভায় অ্যানথ্রাক্স...