সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর রাজনৈতিক দলের নেতা ও জনসাধারণকে ‘সংযত আচরণ’ করার জন্য আহ্বান জানিয়েছে। ‘পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধও’ জানিয়েছে সেনাবাহিনী। ‘খাগড়াছড়ি ও গুইমারায় গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি’ শীর্ষক এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার,(২৯ সেপ্টেম্বর ২০২৫) এই বিবৃতি পাঠিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘সকল ধরণের অপপ্রচার, মিথ্যা প্রচারণা, উসকানিমূলক কর্মকা- সত্ত্বেও সেনাবাহিনী বাংলাদেশের অবিচ্ছেদ্য এই অংশের অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। পার্বত্য চট্টগ্রামের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’ গত কয়েকদিনের ঘটনার বর্ণনা দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীর...