৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করা হবে তিনধাপে। দুইভাগ ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং বাকি এক ভাগ বয়সের শর্ত সাপেক্ষে অক্টোবরে প্রকাশ করা হবে। তবে এ দুই ধাপের হালনাগাদকৃত ভোটার তালিকায় মৃত ভোটার বাদ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই আমরা অনেক দূর এগিয়েছি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া নয়টি আইন সংশোধন প্রক্রিয়াধীন, যা নির্বাচনের স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত রোববার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু, সুন্দর...