প্রতিটি মানুষই জীবনে সফল হতে চান। কিন্তু নানা কারণেই জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারা যায় না। এ কারণে অনেকেই হতাশায় ভোগেন। কেউ কেউ আবার নতুন করে পথচলা শুরু করেন। উদ্দেশ্য একটাই―জীবনে সফল হওয়া বা লক্ষ্যে পৌঁছানো। সফল হতে না পারা হচ্ছে ব্যর্থতা। নানা কারণে যখন লক্ষ্যে পৌঁছানো যায় না, তখন মানুষ অন্যসব সফল মানুষদের বিভিন্ন গল্প বা চেষ্টার কথা শোনে নিজে অনুপ্রাণিত হয়ে থাকেন। তেমনই জীবনের সাফল্যের কথা জানিয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি বলেছেন, ‘জীবনে জয়ী হওয়ার আগে কিছু হারাতে হয়।’ এ টেনিস তারকার ভাষ্যমতে―শুধু ফলাফলের দিকে তাকালে হবে না। প্রতিদিনের চেষ্টা ও চলার ওপর বিশ্বাস রাখাও জরুরি। যা শুধু খেলাতেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। আবার ব্যর্থতা মেনে নেয়াও সহজ নয়। বিশেষ করে...