মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে একটি গির্জায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে হামলাকারীর অগ্নিসংযোগে গির্জাটি আগুনে ভস্মীভূত হয়। এতে কমপক্ষে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), যারা এটিকে ‘টার্গেটেড ভায়োলেন্স’ হিসেবে চিহ্নিত করেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে ম্যাকক্ল্যান্ডলিশ রোডে অবস্থিত ‘চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’-এ এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ওই সময় প্রায় একশত মানুষ ভেতরে উপস্থিত ছিলেন। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশের প্রধান উইলিয়াম রেনিয়ে জানান, ৪০ বছর বয়সী হামলাকারী থমাস জ্যাকব স্যানফোর্ড (বার্টন, মিশিগান) গাড়ি নিয়ে গির্জার প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলে চারজন নিহত হন।...