৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বিনোদন রিপোর্ট: সরাসরি ও অনলাইন মিলিয়ে ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর অংশগ্রহণে স¤পন্ন হয়েছে চতুর্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড। প্রতিযোগিতায় ছয় সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহণ করে এবং গৌরবজনক সাফল্য অর্জন করে। রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় ও সিরিয়াস এডুকেশন সেন্টার-এর উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক আসরটি শুরু হয় গত ২১ সেপ্টেম্বর রাশিয়ারসোচি শহরে অবস্থিত সিরিয়াস অলিম্পিক সিটিতে। সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ২৭ সেপ্টেম্বর সিরিয়াস কনফারেন্স সেন্টারে, যেখানে রাশিয়ার খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক ড. ওলেগ মালাকভসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফলাফলে বাংলাদেশ দল অর্জন করে স্বর্ণপদক: মো. মখদুম আমিন ফাহিম (দশম শ্রেণি, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর), রৌপ্য পদক: সপ্তর্ষি রহমান (এ লেভেল, হীড ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা) এবং মো. রাদিত রাইয়ান...