৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম অপসারণের মাত্র ১০ দিনে মাথায়ই ‘বরিশাল মহানগরীর অক্সিজেন কারখানা’ বেল পার্কের অবৈধ স্থাপনাসমূহ ফিরে এসেছে। এমনকি এবার শুধু ফিরে আসাই নয়, মূল পার্কটির অভ্যন্তরে খেলার মাঠেও এখন ভ্যানগাড়ী নিয়ে দোকান বসতে শুরু করেছে। পার্কের ওয়াকওয়ে সহ অভ্যন্তরে প্রবেশের সব স্থানগুলো পর্যন্ত আটকে দিয়ে অবৈধ দোকান বসছে। ফলে বরিশাল মহানগরীর ঐতিহ্যবাহী বেলপার্কে এখন আবারো সান্ধ্যকালীন ভ্রমণকারীদের শান্তি বিনোদনের জন্য বেলপার্ক রুদ্ধ হতে চলেছে। পুরো পার্কটি ঘিরে অবৈধ স্থাপনা আবারো গলাটিপে ধরছে প্রকৃতির এ সৌন্দর্য ভূমিকে। প্রবল জনদাবীর মুখে নগর প্রশাসকের নির্দেশে গত ১৩ সেপ্টেম্বর বরিশাল সিটি করপোরেশন রাতভর অভিযান চালিয়ে মহানগরীর বেলপার্কসহ সন্নিহিত প্রবেশ সড়কের সব পথখাবারের দোকানসহ অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করে। নগর ভবনের এ পদক্ষেপকে নগরীর সর্বস্তরের মানুষ...