৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম আগামী ১০ অক্টোবর মুক্তি পাবে আনোয়ার সিরাজী পরিচালিত সিনেমা ‘অন্ধকারে আলো’। গত শুক্রবার (২৬ অক্টোবর) রাতে ধানমন্ডিস্থ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে সিনেমাটির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালাক দেওয়ান নজরুল। সিনেমাটি গল্পের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, আমরা সবাই অন্ধকারের মধ্যে বসবাস করছি। আমরা বিশ্বাস করি, আলো একদিন আসবেই, রাত শেষে যেমন সকালে আলো আসে। তিনি বলেন, যতটুকু জেনেছি সিনেমাটির গল্পের গভীরতা ব্যাপক। চলচ্চিত্রের এই খারাপ সময়ে একজন নতুন প্রযোজক এ জগতে প্রবেশ করায় এটা শুধু একটি ব্যক্তির সংস্কৃতিমনার পরিচয় বহন করে না, রীতিমত সাহসের পরিচয় বহন করে। সিনেমাটির প্রযোজক মীর লিয়াকত আলী বলেন, ব্যর্থতা মানে শেষ হয়ে যাওয়া নয়,...