৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ এএম কাগজের শপিং ব্যাগের মূল্য আদায় প্রশ্নে আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। সুপ্রিমকোর্টের অ্যাড. নিশাত ফারজানা গতকাল এ নোটিশ পাঠান।নোটিশে তিনি বলেন, আমি আড়ংয়ের একজন নিয়মিত গ্রাহক। বিগত অনেক বছর ধরে আড়ং থেকে কেনাকাটা করে আসছি। প্রত্যেক কেনাকাটায় তাদের নিজস্ব লোগো সম্বলিত কাগজের ব্যাগ পেতাম। কিন্তু পরিতাপের বিষয়, সম্প্রতি কেনাকাটার পর মগবাজার আউটলেটে বিল পেমেন্ট করতে গিয়ে জানতে পারি পোডাক্টের সঙ্গে কোনো ধরনের ব্যাগ দেয়া হচ্ছে না। কারণ হিসেবে জিজ্ঞেস করলে জানা যায়, গত সেপ্টেম্বর ২০২৫ সাল থেকে আড়ং শপিংয়ের সঙ্গে ব্যাগ দেয়া হয় না। অর্থাৎ কেনাকাটা করলে পূর্বে কাগজের যে ব্যাগ ফ্রিতে পাওয়া যেত, সেই কাগজের ব্যাগগুলোই এখন টাকা দিয়ে কিনতে হবে। বিল পেমেন্ট বুথে...