৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ এএম মলদোভায় অনুষ্ঠিত সর্বশেষ সংসদীয় নির্বাচনে ইউরোপপন্থী শাসক দল পার্টি অব অ্যাকশন অ্যান্ড সলিডারিটি (চঅঝ) নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই নির্বাচনটি দেশটির জন্য ছিল এক গুরুত্বপূর্ণ মোড়Ñযেখানে সিদ্ধান্ত নিতে হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পথে অগ্রসর হবে নাকি রাশিয়ার প্রভাববলয়ে ফিরে যাবে। তবে নির্বাচনী প্রক্রিয়া ঘিরে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ সামনে এসেছে, যা নির্বাচনকে আরও সংবেদনশীল করে তুলেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনকে বলা হচ্ছিল মলদোভার ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট। সোমবার প্রায় সব কেন্দ্রের ভোটগণনা শেষে দেখা যায়, পিএএস ( চঅঝ) পেয়েছে ৫০.২ শতাংশ ভোট, অন্যদিকে রাশিয়াপন্থী প্যাট্রিয়টিক ইলেক্টোরাল ব্লক পেয়েছে ২৪.২ শতাংশ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়াপন্থী আলটারনেটিভা ব্লক, এরপর এসেছে জনপ্রিয়তাবাদী আওয়ার পার্টি। এই ফলাফল মলদোভাকে স্পষ্টভাবে ইউরোপমুখী...