৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ এএম কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান (যুগ্নসচিব) এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী (বিপিএম) সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে দুর্গোৎসবের সপ্তমী পূজা উদযাপন উপলক্ষে জেলার ভৈরব শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির পূজামণ্ডপ, হরিজন পল্লী পূজামণ্ডপসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী চন্দন কুমার পাল, ভৈরব বাজারস্থ গোপাল জিউর মন্দিরের সভাপতি শ্রী দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী স্বপন দেবনাথসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। পূজামণ্ডপে আগত ভক্ত ও...