৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ভারতের তামিলনাড়–তে অভিনেতা বিজয় থালাপতির জনসভায় পদপিষ্টের ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তামিলাগা ভেট্ট্রি কাজগম (টিভিকে)-এর সভাপতি। গত শনিবার তামিলনাড়–র করুর সমাবেশে অন্তত ৩৯ জন মারা গেছেন এবং অর্ধশতাধিক আহাত হয়েছেন। এই দুঘর্টনায় প্রত্যেক নিহত পরিবারের জন্য ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকার বেশি) এবং আহত ব্যক্তিদের জন্য ২ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণী সুপারস্টার বিজয়। সামাজিকমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চির করেছেন অভিনেতা নিজেই। ওই পোস্টে অর্থ দেওয়ার ব্যাখ্যা দিয়ে বলেছেন, এই অর্থ কোনোভাবেই এই দুঃখের ভার হালকা করতে পারবে না। তবে এই মুহূর্তে আপনাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে মনে করছি। ট্রাম্পের কঠোর এইচ-১বি নীতির বিপরীতে বিশ্ব প্রতিভা টানতে চীনের ‘কে-ভিসা’ প্রযুক্তিতে...