৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এইচ-বি১ ভিসার ফি প্রায় ২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করার সিদ্ধান্তের ফলে এসব আবেদন স্পনসরকারী ভারতীয় সংস্থাগুলোর ওপর নাটকীয় নতুন খরচ চাপিয়ে দেয়া হয়েছে। একজন এইচ-১বি ভিসা কর্মীর মূল বেতন ৬০ হাজার ডলার। কিন্তু নিয়োগকর্তাদের খরচ এখন সর্বনিম্ন ১ লাখ ৬০ হাজার ডলারে উন্নীত হয়েছে এবং অনেক ক্ষেত্রে, প্রতিষ্ঠানগুলো সম্ভবত কম বেতনে একই রকম দক্ষতা সম্পন্ন আমেরিকান কর্মী খুঁজে পাবে। বহু বছর ধরে ভারতীয় আইটি কোম্পানিগুলো নিজেরাই সমস্ত সংস্থার মধ্যে সবচেয়ে বেশি এইচ-১বি ভিসা স্পনসর করে ভারতীয় কর্মীদের যুক্তরাষ্ট্রে এনেছে। ২০১৪ সালে সর্বাধিক এইচ-১বি ভিসাপ্রাপ্ত ১০টি কোম্পানির মধ্যে সাতটি ভারতীয় ছিল অথবা ভারতে শুরু হয়েছিল, কিন্তু ২০২৪ সালে এ সংখ্যাটি চারটিতে...