ট্রফি ছাড়াই শিরোপা জয়ের উদ্যাপন ভারতীয় ক্রিকেটারদের, রবিবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ক্রিকেটের প্রায় দেড়শ’ বছরের ইতিহাসে বিরল এক ঘটনার স্বাক্ষী হলো দুবাই। এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর পর ট্রফি ছাড়াই উদ্যাপন করল ভারতীয় দল! গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় বহু হতাহতের ঘটনায় পাকিস্তানকে দায়ি করে যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত। পরে আমেরিকার মধ্যস্ততায় যুদ্ধ বিরতিতে রাজি হয় পারমাণবিক শক্তিধর দুই দেশ। প্রশ্ন ওঠে আদৌ কি এশিয়া কাপ অনুষ্ঠিত হবে? কারণ সেখানেও তো মুখোমুখি ভারত ও পাকিস্তান। শেষ পর্যন্ত ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে সরে যায় টুর্নামেনট। কিন্ত সরেনি ভারতীয়দের মনের কালিমা। উপরের ইশারায় গ্রুপ-পর্ব এবং সুপার ফোরে পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এশিয়া কাপের চার দশকের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠে আসে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ।...