ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সোমবার ফায়ারফাইটারদের সম্মাননা অনুষ্ঠানে দেশটির ইতিহাসে সবচেয়ে দৃঢ় এবং সরাসরি বক্তব্য দিয়েছেন। তিনি পশ্চিমা শক্তিগুলোর দ্বিচারিতা অভিযোগ করেন এবং স্পষ্টভাবে ঘোষণা করেন যে, ইরান কখনও ন্যায়হীন লাঞ্ছনার শিকার হবে না। “তারা আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় কারণ আমরা মাথা নত করি না। ইরানকে ঘাড় নত করতে বাধ্য করার স্বপ্ন শুধু একটি ভ্রান্ত ধারণা,” তিনি বলেন। পেজেশকিয়ান ২০২৪ সালে ক্ষমতা গ্রহণের সময় পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক মেরামতের প্রতিশ্রুতি দেন। তবে গত কয়েক বছরে ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি (JCPOA) ভাঙার পর সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। জুন মাসে যুক্তরাষ্ট্র আলোচনার মাঝপথে ইরান আক্রমণ করে এবং জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স (E3) এই সপ্তাহে JCPOA-এর আগে থাকা জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনঃপ্রবর্তনের প্রক্রিয়া শুরু করলে, ইরান রাষ্ট্রপতির জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি...