গাজা যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা অব্যাহত রাখতে ইসরায়েলের পক্ষ থেকে এ হামলার জন্য আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ ছিল কাতারের প্রধান শর্ত। ফলে নেতানিয়াহুর ক্ষমাপ্রার্থনা কূটনৈতিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর আগে সোমবার নেতানিয়াহু হোয়াইট হাউসে পৌঁছান ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে। এই আলোচনায় মূলত গাজায় চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা নিয়েই গুরুত্বের সঙ্গে আলোচনা হওয়ার কথা ছিল। ট্রাম্প ইতোমধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক শেষে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। গত মঙ্গলবারের সেই বৈঠকে তিনি যুদ্ধ শেষ করতে ২১ দফা...