মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা ও চেক বিতরণ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মানিকগঞ্জ: শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব:) আব্দুল হাফিজ।সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে জেলা পরিষদের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। মানিকগঞ্জ: শারদীয় দুর্গাপূজা...