আজ থেকে মাঠে গড়ানো নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরটি একটু বিশেষ। শিরোপার লড়াই ছাপিয়ে এবারের আসরটি রেকর্ড গড়া-ভাঙা, ব্যক্তিগত মাইলফলক ছোঁয়া আর সেইসঙ্গে ঐতিহাসিক মুহূর্ত তৈরিরও মঞ্চ। রানবন্যার ভারতীয় উপমহাদেশে এই আসরেই শেষবারের মতো হচ্ছে আট দলের ওয়ানডে বিশ্বকাপ সর্বোচ্চ রান ২০০০ সালের বিশ্বকাপ থেকে ১৫০১ রান নিয়ে এ তালিকার শীর্ষ স্থানটি নিজের করে রেখেছিলেন নিউজিল্যান্ডের ডেবি হকলি, যা এবার দখল করে নিতে পারেন তারই স্বদেশি সুজি বেটস। ১১৭৯ রান করা বেটসের এ আসরে প্রয়োজন আর ৩২২ রান। তার পরেই আছেন হারমানপ্রিত কওর (৮৭৬) ও ন্যাট শিভার-ব্র্যান্ট (৮০৫)। চার সেঞ্চুরি নিয়ে এ তালিকার শীর্ষে যৌথভাবে সুজি বেটস ও ন্যাট শিভার-ব্র্যান্ট। হারমান তিন সেঞ্চুরি নিয়ে আছেন দুইয়ে। এবার এ তিনজনের যে কেউই ছাপিয়ে যেতে পারেন নিজেদের। ২০২৫ সালে দুর্দান্ত ফর্মে রয়েছেন...