ব্যাংক গ্যারান্টিতে রপ্তানিমুখী ৮ শিল্পের কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা যাবে। এগুলো হচ্ছে-ফার্নিচার, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং, স্টিলজাত দ্রব্য, প্লাস্টিক পণ্য, চামড়াজাত পণ্য ও তৈরি পোশাক। অবশ্য এজন্য কিছু শর্ত পালন করতে হবে। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক গ্যারান্টিতে কাঁচামাল আমদানি করতে বিদেশি কোনো প্রতিষ্ঠান বা ক্রেতার সঙ্গে ক্রয়-বিক্রয় চুক্তি, ঋণপত্র (এলসি) বা অগ্রিম টিটি থাকতে হবে। একই সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানে ক্রয়-বিক্রয় চুক্তি আইভাস সিস্টেমে অন্তর্ভুক্ত করে প্রতিষ্ঠানের লিয়েন ব্যাংক থেকে প্রত্যয়ন করতে হবে। আইভাস সিস্টেমে ব্যাংকের নাম না থাকলে মূসক ফরম-২.১-এর মাধ্যমে ভ্যাট নিবন্ধনের তথ্য হালনাগাদ করে ব্যাংকের নাম অন্তর্ভুক্ত করে নিতে হবে। রপ্তানি আদেশপ্রাপ্তির পর কাঁচামাল আমদানির আগে প্রতি একক পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের তালিকা, যৌক্তিক পরিমাণ নিজ...