প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদরোগ দিবস পালিত হয়। এ বছরও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ডোন্ট মিস এ বিট অর্থাৎ ‘একটি বিট মিস করবেন না’। ডিজিটালাইজেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (অও), রোবোটিকস, এক্সো-স্কেলেটন এবং দূরবর্তী কাজের যুগে হৃদস্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ বছরের হার্ট দিবস মনে করিয়ে দেয় প্রযুক্তি হোক সহায়ক, কিন্তু হৃদয়ের যত্ন নেওয়াই হোক জীবনের মূল প্রতিশ্রুতি। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যা আমরা হার্ট অ্যাটাক নামে চিনি, এমন একটি অবস্থা যখন হঠাৎ করে হৃদপেশির কোনো অংশে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে ওই অংশ অক্সিজেনের অভাবে ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে যায়। এটি দ্রুত শনাক্ত ও চিকিৎসা-সাপেক্ষ জরুরি অবস্থা। সবচেয়ে সাধারণ কারণ হলো করোনারি ধমনিতে চর্বি, কোলেস্টেরল ও অন্যান্য উপাদান জমে...