ছয় দলের রাজনৈতি জোট—গণতন্ত্র মঞ্চ ও বামপন্থি পাঁচটি দলের মধ্যে একটি ‘অনানুষ্ঠানিক’ বৈঠক হয়েছে। সোমবার রাতে ঢাকায় গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয়ে এ বৈঠক হয় বলে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। পরে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নে মতানৈক্য দূর করতে এবং নির্বাচনসহ বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে এ বৈঠক হয়েছে। বৈঠকে অংশ নেওয়া পাঁচ বামপন্থি দল হলো— বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় গণফ্রন্ট। বৈঠকে জোনায়েদ সাকিসহ গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ...