৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বিসিবি নির্বাচনে পরিচালক পদের জন্য বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জমা পড়া ৫১টি মনোনয়নের মধ্যে গতকাল ৪৮ জনের বৈধ মনোনয়ন প্রকাশ করেছে কমিশন। যাচাই-বাছাই শেষে ৩টি মনোনয়ন অবৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন : জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মোঃ শওকত হোসেন এবং রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলম। আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের মনোনয়ন বাতিল হওয়ায় ঢাকা বিভাগ থেকে অন্য দুই প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন। মনোনয়ন বাতিল হওয়ার কারণ হিসেবে নির্বাচন কমিশন জানিয়েছে দুই রকম স্বাক্ষরের কারনে তাদের মনোনয়ন বাতিল হয়েছে। এ বিষয়ে রেদুয়ান...