৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দলের হোম ম্যাচ আগামী ৯ অক্টোবর ঢাকায়। ফিরতি ম্যাচ হংকংয়ের মাঠে ১৪ অক্টোবর। ‘সি’ গ্রুপের এ দুই ম্যাচের জন্য আগের দিন ২৮ সদস্যদের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে গতকাল তিনি আরও একজনকে ক্যাম্পে ডেকেছেন। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত নতুন করে ডাক পেলেন ক্যাবরেরার এই ক্যাম্পে। এ নিয়ে হংকং ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন মোহামেডানের ৬ খেলোয়াড়। আগেই ডাক পেয়েছেন গোলরক্ষক সুজন হোসেন, ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু, শাকিল আহাদ তপু, রহমত মিয়া ও ফরোয়ার্ড সুমন রেজা। এবার পেলেন শান্ত। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য কাল...