জীবিকার সন্ধানে তারা গিয়েছিলেন গহীন সাগরে মাছ ধরতে। কিন্তু বিধি বাম। গত ১৩ সেপ্টেম্বর মাছ শিকারে যাত্রার দিন থেকেই বোটসহ নিরুদ্দেশ ১৬ মাঝিমাল্লা। কারও পরিবারে দুই সন্তান, কারও চার। কারও পরিবারে নিখোঁজ ব্যক্তিই একমাত্র উপার্জনক্ষম। ১৭ দিন খোঁজ না পেয়ে গভীর উৎকণ্ঠায় পরিবারগুলো। নৌ-পুলিশও নির্বিকার। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার ১১ দিন পর ২৪ সেপ্টেম্বর পুলিশের শরণাপন্ন হয় নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলো। ওইদিন চট্টগ্রাম নগরীর সদরঘাট নৌ-থানায় নিখোঁজ বোট মালিকের স্ত্রী বাদী হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু জিডির পাঁচদিন পেরিয়ে গেলেও তদন্তের কোনো অগ্রগতি নেই নৌ-পুলিশের। ১৬টি জীবনের কী হলো, কোথায় গেলো, তাদের কপালে সলিল সমাধিই জুটলো কি না- কোনো তথ্যই নেই নৌ-পুলিশের কাছে। অগ্রগতির খবর জানেন না নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের প্রধান পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনও। সদরঘাট...