সরকার যখন অটোরিক্সা চালানোর অনুমতি দিয়েছে চালকরা বেপরোয়া হয়ে গাড়ি চালাচ্ছে। এখানকার স্থানীয় বাসিন্দাদের এখন বসবাস নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাদের স্কুলে নেওয়া যায় না। কেউ অসুস্থ হলে হাসপাটলে স্বাভাবিকভাবে নেওয়া যায় না। স্বাভাবিকভাবে হাঁটা চলা তো করাই যায় না। একটা বসবাসের অনুপযুক্ত হয়েছে এই এলাকা। যার প্রধান কারণ অটোরিক্সা। অন্যান্য যানবাহনগুলো কিছুটা নিয়ম নীতি অনুসরণ করলেও অটোরিক্সাগুলোর মধ্যে কোনো ধরনের নিয়মের তোয়াক্কা নেই। তার মধ্যে রয়েছে সড়ক দখল করে নতুন নতুন ফুটপাতে দোকান তৈরি করা। তিনি খুব হতাশা প্রকাশ করে বলেন, খিলগাঁও এলাকায় তিলপাপাড়া থেকে শুরু করে মালিবাগ পর্যন্ত আগে মাত্র কয়েকটা চা দোকান দেখা যেত এখন অনেকে ফুটপাতের উপর পাকা ঘর তৈরি করে বিভিন্ন দোকান গড়ে তুলেছে এখন ফুটপাতেও হাঁটা যায় না।একটু দূরে গিয়ে দেখা গেছে আরও কঠিন অবস্থা,...