পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক–ই–তালেবান পাকিস্তানের (টিটিপি) হয়ে যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারানো বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেনের (২২) পরিবার এখনও বিশ্বাস করতে পারছে না, যে তিনি দুবাই নয়, ছিলেন পাকিস্তানে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাক জেলায় গত শুক্রবার রাতে দেশটির সেনাবাহিনীর অভিযানে নিহত হন ফয়সাল। ওই অভিযানে ১৭ জন টিটিপি সদস্য নিহত হয়, যাদের মধ্যে ফয়সালও ছিলেন বলে নিশ্চিত করেছে তাঁর পরিবার। ফয়সালের মা চায়না বেগম ভেবেছিলেন, তার ছেলে দুবাইয়ে কাজ করছেন। সোমবার সকালে মাদারীপুর সদর উপজেলার ছোট দুধখালী এলাকায় নিজ বাড়িতে পৌঁছানোর পর তিনি জানতে পারেন, তার ছেলে পাকিস্তানে নিহত হয়েছেন। খবর শুনেই কান্নায় ভেঙে পড়েন তিনি। কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলেকে দুই মাস আগে বলেছিলাম, দেশে ফিরে আসো, কাজের চেষ্টা করো। সে বলেছিল, ‘মা, আমি আসব’। কিন্তু সে...