৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে অপহরণ করে কথিত ধর্ষণের অভিযোগে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট- ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা। অবরোধের নামে তারা পুরো খাগড়াছড়ি জেলাকে অচল করে রেখেছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর ওপর নির্বিচারে হামলা, বাঙালিদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ, নির্বিচারে গুলিবর্ষণসহ রক্তাক্ত সহিংস ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড়ের বাসিন্দারা বলছেন, মারমা কিশোরীকে অপহরণের ঘটনায় তাৎক্ষণিক এক অপরাধীকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে তাকে রিমান্ডে নেয়া হয়। ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা করানো হয়। কিন্তু তাকে ধর্ষণের কোনো আলমতও পাওয়া যায়নি। এরপরও অপহরণের ঘটনায় জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। অথচ এ ঘটনাকে পুঁজি করে পুরো জেলায় সংঘাত ছড়িয়ে দেয় ইউপিডিএফ। অভিযোগ রয়েছে,...