৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, “স্বৈরাচারের পতনের ফলে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে এসেছে। এখন হিন্দু সম্প্রদায় নিরাপদে ও আনন্দঘন পরিবেশে পূজা-অর্চনা করতে পারছে।”তিনি সোমবার ২৯ সেপ্টেম্বর রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি পূজার আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা ও ভক্ত-দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শিপন বলেন, “বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা বারবার হয়েছে। কিন্তু গণতান্ত্রিক শক্তির বিজয়ের ফলে এখন সংখ্যালঘু সম্প্রদায় নির্ভয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছে। এটি একটি সুখবর।” তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবগুলোকে সবার অংশগ্রহণে...