নিহত আব্দুল্লাহ (২৭) বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের দিনমজুর আবুল মিয়ার ছেলে। আবুল মিয়ার আরও ২ ছেলে রয়েছে। আজ (২৯ সেপ্টেম্বর) রাত ১০ টায় বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউপির বিশনারামপুর-বাহেরচর ঈদগাহ মাঠে নিহত আব্দুল্লাহর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিকে তাঁর পরিবারে চলছে শোকের মাতম। অবিবাহিত আবদুল্লাহ স্বজনরা ময়নাতদন্তের পর লাশ বাড়িতে আনলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাঁদের দাবি, মিথ্যা অপবাদ দিয়ে পুলিশ তাঁকে পিটিয়ে মেরে ফেলেছে। স্থানীয়দের অভিযোগ, গত ১৭ সেপ্টেম্বর ছলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে নগদ অর্থ চুরির অভিযোগ ওঠে। এ ঘটনার সূত্র ধরে ২৩ সেপ্টেম্বর সকালে সলিমগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ড থেকে আব্দুল্লাহকে আটক করা হয়। স্থানীয় কয়েকজন তাঁকে মারধর করে বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ভয়াবহ নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে সলিমগঞ্জ...