আগামী ৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সুজন বড়ুয়া নির্মিত সিনেমা ‘বান্ধব’। তবে মুক্তির আগেই ছবিটির বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ এনেছেন কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস। আর এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশ্বজিৎ দাস অভিযোগ করেছেন তার লেখা ‘মানুষ’ নামের গল্প থেকে অনুমতি ছাড়াই এ সিনেমার কাহিনী নেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার ফেসবুকে দীর্ঘ পোস্ট দেন বিশ্বজিৎ দাস। সেখানে তিনি লেখেন, ২০০৯ সালে ‘মৌচাকে ঢিল’ পত্রিকায় প্রকাশিত আমার ছোটগল্প সময় পাঠকের বিপুল সাড়া ফেলেছিল। ওই বইয়ের প্রতিটি সংস্করণে ‘মানুষ’ নামের একটি গল্প রয়েছে। সুজন বড়ুয়ার ‘বান্ধব’ সিনেমার ট্রেলার দেখে আমি নিশ্চিত হয়েছি ছবিটির গল্প ওই গল্প থেকে নেওয়া। অথচ আমাকে জিজ্ঞেস করা হয়নি এবং আমার নামও ব্যবহার করা হয়নি। তিনি আরও যোগ করেন, আমি কোনোদিন কাউকে এই গল্পের সিনেমা বা...