জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে আছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে নানা অনুষ্ঠান এবং সাংবাদিকদের সঙ্গে আলাপে যোগ দিচ্ছেন তিনি। সম্প্রতি জেটিও নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের ‘মেহেদি আনফিল্টার্ড’ নামের এক অনুষ্ঠানে আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি রাজা হাসানের মুখোমুখি হয়েছেন ড. ইউনূস। সেখানে তাকে নির্বাচন ও বাংলাদেশের মানবাধিকার প্রসঙ্গে নানা প্রশ্ন করা হয়। এক প্রশ্নে মেহেদি হাসান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্ণ হলেও এখনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যদিও ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন করার ঘোষণা দিয়েছে সরকার। তবে দেশের জনগণের একাংশকে উদ্ধৃত করে মেহেদি হাসান বলেন, বাংলাদেশের বহু মানুষ এখনই নির্বাচন চায়, আগামীকাল নয় বা এখন থেকে ছয় মাস পরে নয়। সমালোচকরা বলছেন, নির্বাচন অনুষ্ঠানে বেশ বিলম্ব হচ্ছে। নির্বাচনের জন্য আরও ছয়...