চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে বায়েজিদ ও হালিশহরের ট্রেঞ্চিং গ্রাউন্ডকে (টিজি) ধাপে ধাপে আধুনিক ল্যান্ডফিলে রূপান্তর করা হবে। এতে একদিকে পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার বিঅ্যান্ডএফ কোম্পানি লিমিটেড এবং চসিক-এর মধ্যে ল্যান্ডফিল গ্যাস প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র শাহাদাত। চসিকের পক্ষে মেয়র শাহাদাত ও বিঅ্যান্ডএফ কোম্পানি লিমিটেডের পক্ষে পার্ক চোং ওয়ান ( Park Chong Wan) চুক্তিতে স্বাক্ষর করেন। বিঅ্যান্ডএফ কোম্পানি লিমিটেডের পক্ষে আরও উপস্থিত ছিলেন মেজর নাসিম, অ্যাডভোকেট তারানুম বিনতে নাসিম, পার্ক চং ওয়ান, পার্ক হি ওয়ান, সিউন গওন চোই, সান এ কোয়াক, মো....