রাজধানীর আফতাব নগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।রাত ১০টা ১৬ মিনিটে তার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।ওই পোস্টে বলা হয়, আফতাব নগরে হিরো আলমের ওপর সন্ত্রাসীদের হামলা। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মেহজাবীনের ‘সাবা’ নিয়ে অনুভূতি জানালেন রাহিতুল ইসলামজানা গেছে, হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে এসে হিরো আলমকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।হামলার বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি।এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এছাড়াও তার পরনের টি-শার্ট ছেঁড়া। রাত ১০টা...