মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অধীনে সারা দেশে সরকারি-বেসরকারি স্কুল রয়েছে প্রায় ২২ হাজার। এসব প্রতিষ্ঠানের বিপরীতে তদারকির দায়িত্বে রয়েছেন মাত্র তিনজন কর্মকর্তা। অন্যদিকে, আট হাজার সরকারি-বেসরকারি কলেজের বিপরীতে তদারকির দায়িত্ব রয়েছে ৭৮ জনের। এ নিয়ে দীর্ঘদিন ধরে মাউশিতে রয়েছে চাপা ক্ষোভ, কখনও তা হয়েছে সরব। বৈষম্যহীন প্রতিনিধিত্বের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের সুযোগ-সুবিধার দিকও টেকসইভাবে প্রদর্শিত হবে এমন কাঠামোর প্রয়োজনীয়তার কথা বলছেন শিক্ষাবিদরা। তারা শিক্ষা কাঠামোর গতিশীলতা আনতে মাধ্যমিক স্তরের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস জরুরি বলে মনে করেন। এর প্রেক্ষিতে পৃথক অধিদপ্তর গঠনে ২০০৩ সালে মনিরুজ্জামান শিক্ষা কমিশন সুপারিশও করে। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে সেটি থমকে যায়। শিক্ষকনেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি মাধ্যমিকের প্রায় ১৫ হাজার শিক্ষকের...