সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করা ব্যক্তিরা হলেন– সমিলা রানী (৪৫) ও তার মেয়ে শাপলা রানী (১৮)। স্থানীয়রা ঢাকা পোস্টকে জানান, সমিলা রানী তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। স্বামী জগদীশ চন্দ্র রায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা সংসার করছিলেন। সোমবার বিকেলে কিস্তি আদায়ের জন্য এক মাঠকর্মী বাড়িতে গিয়ে কোনো সাড়া না পেয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে প্রতিবেশীরা ডাকাডাকি করলে ঘরের ভেতরে লাশ দেখতে পান। তখন পুলিশে খবর দেওয়া হয়। প্রতিবেশী ননী চন্দ্র ঢাকা পোস্টকে জানান, কয়েকদিন ধরে মা-মেয়েকে বাইরে দেখা যায়নি। দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ ঢাকা পোস্টকে বলেন,...