মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ সফল করতে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য সারাদেশে ইলিশ আহরণসহ সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রয়োজনীয় সংখ্যক অফিসার ও ফোর্স নিয়ে মাঠে নামার নির্দেশ দিয়েছেন নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান। সোমবার (২৯ সেপ্টেম্বর) নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ নিয়ে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এই নির্দেশনা দেন। আসন্ন অভিযান আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এই ২২ দিনের মধ্যে দেশের সকল জলসীমায় ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সভায় নৌ পুলিশের প্রধান বলেন, মা ইলিশ রক্ষায় সরকার যে কঠোর অবস্থান গ্রহণ করেছে, তা বাস্তবায়নে নৌ পুলিশ...