ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরে ট্রাকচাপায় শোভন শেখ (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের চালকসহ ২ জন আহত হন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর শিবরামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোভন শেখ মাগুরা সদর উপজেলার শেখ মিজানুর রহমানের ছেলে। শোভনের বাবা ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক আব্দুল্লাহ (২১) ফরিদপুর শহরের মো. দুদু মোল্লার ছেলে ও অপরজন গোয়ালচামট এলাকায় মিলন (২২)। আরও পড়ুন১৬ মাঝিমাল্লার ভাগ্যে কী ঘটেছে জানে না পরিবার, নির্বিকার নৌ-পুলিশহিরো আলমের ওপর দুর্বৃত্তদের হামলা নিহত শোভন শেখের প্রতিবেশী ফরিদ শেখ জানান, শোভন সদর উপজেলার বৈঠাখালী দয়ারামপুর গ্রামে মামা টোকন শেখের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। শহর থেকে মোটরসাইকেল চালিয়ে তিন বন্ধু বাড়ি ফেরার পথে শিবরামপুর এলাকায় ভ্যানের পেছনে ধাক্কা...