নানা সংকটের বেড়াজালে আটকে দৃষ্টিনন্দন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি চালু নিয়ে সংশয় দেখা দিয়েছে। সর্বশেষ বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে না পারায় টার্মিনালটি চালু হওয়ার বিষয়ে গভীর সংশয় সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, টার্মিনালটির কাজ ৯৯ শতাংশ শেষ। কিন্তু সংকট না কাটাতে পারায় সেটি চালু করতে পারছে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেষ মুহূর্তে টার্মিনালের অপারেশনের জন্য নির্ধারিত জাপানি ছয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়ে অনিশ্চয়তায় এ সংকটে পড়েছে বেবিচক। জাপানি প্রতিষ্ঠানগুলোর কিছু কঠিন শর্তের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় বিকল্প কোম্পানির খোঁজ করছে মন্ত্রণালয়। অপরদিকে টার্মিনালে অতিরিক্ত কাজ বাবদ কোরিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান স্যামসাং বাড়তি টাকা দাবি করেছে, যা পরিশোধ করা নিয়েও জটিলতা দেখা দিয়েছে। সব মিলিয়ে...