এশিয়ান কাপ বাছাইয়ের হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে জাতীয় দলের ফুটবলাররা। এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হংকং ম্যাচকে ডু অর ডাই হিসেবে দেখছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া।সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টিম হোটেলে উপস্থিত সাংবাদিকদের এই কথা বলেন তিনি।জামাল ভূইয়া বলেন, আসলে এই ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। কারণ এশিয়া কাপ খেলতে হলে আমাদেরকে ম্যাচটি জিততে হবে। হংকং এখন সম্ভবত গ্রুপের শীর্ষে (সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে ৪ পয়েন্ট নিয়ে)। তাদের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে সিঙ্গাপুর ও হংকং দুই দলের সমান চার পয়েন্ট। গোল ব্যবধান সমান ১ হলেও বেশি গোল দেয়ায় সিঙ্গাপুর শীর্ষে আর হংকং দ্বিতীয় অবস্থানে। বাংলাদেশ দুই ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে।ভারতের পয়েন্টও এক। তারা বেশি...