৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ব্যাংক খাতকে ‘অর্থনীতির হৃৎপিণ্ড’ বা চালিকাশক্তি বলা হয়ে থাকে। এই খাতের ভালো কিংবা মন্দ অবস্থা দুটোরই প্রভাব দেশের অর্থনীতির ওপর পড়ে বলে উদ্বেগও থাকে। স্বৈরাচার হাসিনা সরকার ব্যাংক খাতকে সাইফুল আলম (এস আলম), সাইফুজ্জামান চৌধুরী, চৌধুরী নাফিস সরাফাত, নজরুল ইসলাম মজুমদার, সিকদার পরিবারসহ কয়েকজন মাফিয়ার হাতে তুলে দিয়েছিলেন। যার ফলস্বরূপ দেশের আর্থিক খাত অর্থপাচার, অনিয়ম-দুর্নীতির আতুরঘরে পরিণত হয়। এইচএসসি পাস করা আকিজ উদ্দিনকেও দেশের শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংকের ডিএমডি করা হয়। এভাবে ব্যাংকিং খাতকে ধ্বংসের শেষ কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। স্বৈরাচার হাসিনা ভারতে পলায়নের আগে আর্থিক খাতের উদ্বেগকে আরো ঘনীভূত করেছে ব্যাংকের একীভূতকরণ (মার্জার) ঘোষণা দিয়ে। ওই সময়ে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় এক ডজন ব্যাংককে মার্জারের ঘোষণা দেয়া হয়। তবে...