৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলার কোতোয়ালী থানাধীন শ্রীশ্রী অখণ্ডমণ্ডলী উপাসনা পূজামণ্ডপ ও শ্রীশ্রী রক্ষা কালী কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সু-প্রদীপ চাকমা। পূজামণ্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা পূজামণ্ডপে পৌঁছালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উষ্ণ অভ্যর্থনা জানান ও স্বাগত জানান। এসময় পুলিশ সুপার মহোদয় সকলকে শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজায় আগত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের নিরাপত্তা ও সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ), রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন সহ...