৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ইরানের বিমান বাহিনী রুশ-নির্মিত যুদ্ধ বিমান গ্রহণের মাত্র কয়েক দিনের মধ্যেই তেহরানের আকাশে একটি মিগ-২৯ যুদ্ধ বিমানের দাপট দেখানোর ভিডিও প্রকাশিত হয়েছে। এই ঘটনায় ইসরায়েলের সাথে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের পরে দেশটির সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। নিউজ উইকের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার একটি আন-১২৪ ভারী কার্গো বিমান সাইবেরিয়ার ইরকুটস্ক থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই স্থানটি সু-৩০এসএম২ ফাইটার এবং ইয়াক-১৩০ প্রশিক্ষণ জেট তৈরির জন্য পরিচিত। এই ঘটনার সাথে যুদ্ধবিমান সরবরাহের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনাগুলি অঞ্চলে আরেকটি সংঘাতের সম্ভাবনা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। নিউজউইক মন্তব্য জানার জন্য রাশিয়া ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ইমেলের মাধ্যমে যোগাযোগ করেছে।...