এ ঘটনায় আজ সোমবার নবীনগর থানায় এক পুলিশ কর্মকর্তাসহ চারজনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই মোঃ শাকিল মিয়া। মামলার আসামিরা হলেন, নবীনগর উপজেলার বড়াইল গ্রামে তবি মিয়া, আল আমিন, বাঞ্ছারামপুর উপজেলার বাহের চর গ্রামের আয়নাল হক, সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: মহিম উদ্দিন। এছাড়া একজন অজ্ঞাত রয়েছেন। পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর নবীনগরের বড়াইল গ্রামে তবি মিয়ার বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর সলিমগঞ্জ বাজারে তবি মিয়া, আল আমিন, ও আয়নাল হকসহ ২০/২৫ জন মো: আব্দুল্লাহকে চুর সন্দেহে গণপিঠুনি দিয়ে গুরুতর আহত করে। পরে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: মহিম উদ্দিনের কাছে হস্তান্তর করেন। কিন্তু ওই ক্যাম্পের ইনচার্জ পরিবারের কাউকে কিছু না জানিয়ে তাকে...